বিএসএফ কর্তৃক পুনরায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা - Southeast Asia Journal

বিএসএফ কর্তৃক পুনরায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ১লা মে বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে এক মানসিক ভারসাম্যহীনকে অবৈধভাবে পুশ-ইন এর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), সেসময় তা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় রামগড় জোনের বিজিবি সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১লা মে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক পুরুষকে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে। রামগড়ের স্থানীয়রা বিষয়টি দেখে স্থানীয় ক্যাম্পে খবর দিলে বিজিবি জোয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দেয়।

রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত নিলেও সীমান্ত অবস্থান করায় দুই পাড়ে উত্তেজনা বিরাজ করায় রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত পৌনে ৯ টা থেকে ৯ টা ১৫ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান। বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয় এবং তাকে ভারতে ফেরত নেয় বিএসএফ। সেসময় বিএসএফ জানায় তারা উক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রেখেই তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাবে তারা।

এদিকে, উক্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পুলিশি হেফাজতে থাকার কথা থাকলেও এ ঘটনার মাত্র ৫দিনের মাথায় একই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দাঁড়ি ও গোঁফ কেটে দিয়ে জামা কাপড় পরিবর্তন করে পুনরায় আজ ৬ মে দুপুরে ভারতীয় সীমান্তের বেলতলী ক্যাম্প এলাকা দিয়ে তারকাটার গেইট খুলে বাংলাদেশের মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবির শফিটিলা সীমান্তের দিকে পুশ-ইন করার চেষ্টা করে বিএসএফ সদস্যরা।

ঘটনাটি বিজিবি টহল দল কর্তৃক দেখার সাথে সাথে সীমান্তে টহল জোরদার এবং বিএসএফ কর্তৃপক্ষের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার এবং সেক্টর কমান্ডার পর্যায়ে যোগাযোগ করে এর কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ কর্তৃপক্ষ উক্ত পাগল ব্যক্তিকে সন্ধ্যা ৬টার দিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলেও জানা যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান জানান, কোন ব্যক্তি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকে এবং অবৈধভাবে ভারতে অবস্থান করে থাকে তাহলে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত না পাঠিয়ে অবৈধ ভাবে বিএসএস সদস্যরা কয়েকদিন পর পর মানসিক ভারসাম্যহীন লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করানোর চেষ্টা করছে, যা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্গন। তিনি বিএসএফ কর্তৃক এসব অবৈধ পুশইন ঘটনার তীব্র নিন্দা জানান।

এর আগে, গত ২রা এপ্রিল জেলার রামগড় সীমান্তের থানা ঘাট এলাকা দিয়ে মানসিক এক ভারসাম্যহীন এক নারীকে অবৈধ ভাবে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

You may have missed