উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার রুপ কুমার চাকমা আর নেই - Southeast Asia Journal

উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার রুপ কুমার চাকমা আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানানো রুপ কুমার চাকমা আর নেই।

গত ৫ই মে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে পিত্ত থলিতে পাথর থাকায় তার একটি অপারেশনও হয় হাসপাতালটিতে।

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুপ কুমার চাকমা জেএসএস সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার স্বীকার কিনা মোহন চাকমার পুত্র। তার বাবা কিনা মোহন চাকমা উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশে প্রতিবাদ করায় তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছিলো জেএসএস সন্ত্রাসীরা। এরপর বাবার মতো রুপ কুমার চাকমাও আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আঙ্গুল তোলায় তাকে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর মোটা অঙ্কের মুক্তিপনের বিনিময়ে তাকে মুক্তি দেয় সন্ত্রাসীরা। তবে সন্ত্রাসের বিরুদ্ধে কয়েকটি সমাবেশে বক্তব্য দেওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। এরপর থেকেই নিজ উপজেলা ছেড়ে রুপ কুমার চাকমা রাঙামাটি পার্বত্য জেলা সদরের তবলছড়িতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা যায়।

এদিকে তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বিভিন্ন ধরণের শোকবার্তা দিয়েছে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফেইসবুকে সরব নেটিজেনরা।