খাগড়াছড়ির মানিকছড়িতে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত - Southeast Asia Journal

খাগড়াছড়ির মানিকছড়িতে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে স্বস্তির খবর দিয়ে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে শনাক্ত হওয়া রোগী খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা হলেও তিনি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে।

গত ৭মে বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU) তে ৬১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪০টি পজিটিভ আসে। যার মধ্যে এই ব্যক্তি অন্যতম।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোগী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন এবং চট্টগ্রামের সিএমসিএইচ’এ তাকে আইসোলেশনে রাখা হয়েছে।