বোমাং সার্কেলের ১৭তম চীফ উ চ প্রু’র সহধর্মিণী আরে নেই, ১৮ মে শেষ কৃত্য - Southeast Asia Journal

বোমাং সার্কেলের ১৭তম চীফ উ চ প্রু’র সহধর্মিণী আরে নেই, ১৮ মে শেষ কৃত্য

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বান্দরবান বোমাং সার্কেলের ১৭তম সার্কেল চীফ উ চ প্রু’র সহধর্মিণী মাওয়ং প্রু মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে গত ১০ই মে রোববার রাতে তিনি মারা গেছেন বলে জানিয়েছে বান্দরবান বোমাং সার্কেল অফিস।

মৃত্যুকালে রানীর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সার্কেল চীফের পরিবার সূত্র জানিয়েছে, আগামী ১৮ মে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হবে।