বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেল স্থাপন - Southeast Asia Journal

বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেল স্থাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেলের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সোমবার (১১ মে) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর এর পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেল প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবি, কেন্দ্রীয় ছাত্রলীগের উপর ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহ আরো অনেকে ।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, হাসপাতালে ডাক্তার এবং রোগীদের করোনা নামক মহামারি থেকে রক্ষা করার জন্য এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে এবং সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক সরকার আইন মেনে চলার আহ্বান জানান তিনি।