টাকা না পেয়ে কাজ বন্ধ রাখায় গুইমারায় শিকল দিয়ে বেঁধে ইটভাটায় শ্রমিক নির্যাতন, ম্যানেজার আটক
![]()
নিউজ ডেস্ক
বকেয়া মজুরির কারণে ইট ভাটার কাজ না করায় প্রভাবশালী ভাটার ম্যানেজার কর্তৃক লোহার শিকল দিয়ে দুই শ্রমিককে বেঁধে নির্যাতনের অভিযোগে খাগড়াছড়িতে গুইমারায় লোহার শিকলে বেঁধে শ্রমিক নির্যাতন করার অভিযোগে ইটভাটার এক ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) খাগড়াছড়ির গুইমারা ফোর স্টার ইটভাটায় অমানবিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ চার প্রভাবশালী ব্যবসায়ীর ফোর স্টার ইট ভাটায় মাটিরাংগা উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হেলাল মিয়া ও আলাল মিয়া দীর্ঘদিন কাজ করত। বকেয়া বেতনের জন্য কাজ না করায় ম্যানেজার মাহবুব হোসেন লোহার শিকল পায়ে লাগিয়ে তাদের বেঁধে রাখে। পরিবারের লোকজন খবর পেয়ে ইটভাটা থেকে তাদের উদ্ধার করে। জানা যায়, ইটভাটার শেয়ারহোল্ডার গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনার্দন সেন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আসলসহ বেশ কয়েকজন ভাটার অংশীদার।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক দুজনকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় ইটভাটার ম্যানেজার মাহবুবকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হবে।