খাগড়াছড়িতে নতুন করে ৩জন করোনা আক্রান্ত, রাঙামাটিতে চিকিৎসকসহ ৫
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। আজ বুধবার (১৩ মে) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিভাসুতে গতকাল ৪৬ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২জন, খাগড়াছড়ির ৩ জন ও দুই চিকিৎসকসহ রাঙামাটির ৫ জন রয়েছেন। তবে এর বেশী বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে খাগড়াছড়িতে একজনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসলেও তাকে ও তার সাথে প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টাইনে ২য় ও ৩য় দফায় করোনা টেষ্টের পর নেগেটিভ রিপোর্ট আসায় তাদের প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টাইন থেকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়।
অন্যদিকে, রাঙামাটিতে এর আগেও একদিনে শিশুসহ ৪জন ও পরে এক নার্সসহ মোট ৫ করোনা আক্রান্ত ছিলো। নতুন করে ৫জন আক্রান্ত হওয়ায় করোনায় রাঙামাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০জনে।