খাগড়াছড়িতে অবৈধভাবে পাচারকালে ৩৬০বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অবৈধভাবে পাচারকালে ৩৬০বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

খাগড়াছড়ি প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রথমে ছোট একটি জাহাজে, পরে নৌকায় কুলে উঠা অবশেষে ট্রাকে করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত জনপথ তাইন্দং বাজারে পাচার করা ১৮টন ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। গত ১২ মে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনার পর স্থানীয় কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এসে সারের মালিক অভিযুক্ত আলী হোসেন বাচ্ছু, গাড়ির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল চিত্র। অভিযুক্তরা জানান, কয়েকজন ব্যবসায়ীর যোগ সাজসে অবৈধভাবে সারগুলো ভৈরব থেকে খাগড়াছড়িতে আনা হয়।

এদিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: মাসুম ভুইয়া চোরাই পথে আসা এই সার গুলোকে বৈধ দাবি করলেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে বলে জানান।