উ চ হ্লা ভান্তের পর বান্দরবানের রাজগুরু বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জ্ঞানপ্রিয় ভিক্ষু
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রাজবিহারের প্রতিষ্ঠাতা ও রাজগুরু বিহারের অধ্যক্ষ উ চ হ্লা ভান্তের মৃত্যুর পর নতুন করে বিহারাধ্যক্ষ নির্বাচন নিয়ে নানা আলোচনা- সমালোচনার পর অবশেষে আগামী ২৮শ মে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জ্ঞানপ্রিয় ভিক্ষু। ৬৭ বছর বয়সী জ্ঞানপ্রিয় ভিক্ষু ১৩তম বোমাংগ্রী উ ক্যজসাই এর নাতী। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবস্থান করছেন।
২৩শে মে শনিবার সন্ধ্যায় বান্দরবান জেলা শহরে বোমাং রাজার পক্ষে মাইকিং করে ঘোষণা করা হয় আগামী ২৮মে (বৃহস্পতিবার) রাজগুরু বৌদ্ধ বিহারে রাজগুরু মহাথেরো হিসেবে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে চলমান প্রানঘাতি করোনার সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ি সামাজিক দূরত্ব বজায় রেখে অভিষেক অনুষ্ঠানটি পালন করা হবে বলে জানা গেছে।
এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হবার পর ১৩ এপ্রিল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।