রাখাইনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে আরাকান আর্মির হামলা - Southeast Asia Journal

রাখাইনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে আরাকান আর্মির হামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইনে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হামলার খবর পাওয়া গেছে। গত ২৯শে মে ভোর রাতে রাখাইন প্রদেশের রাথিডং শহরতলীর সাজাংম্রাইন গ্রামে অবস্থিত বিজিপি-র ক্যাম্পে এর হামলার ঘটনা ঘটে। এছাড়া আরাকান আর্মির সেনারা হামলা চালালে আরাকান আর্মি আর বিজিপি মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ হামলায় এখন পর্যন্ত মিয়ানমার বিজিপি-র ১০জন সদস্য ও একজন শিশু‘সহ ৩জন বিজিপি পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ-মিন-তুন্ জানান।
তিনি বলেন, রাখাইনে রাছিডং শহরতলীর অন্তর্গত সাজাংম্রাইন বিজিপি ক্যাম্পে আরাকান আর্মিরা এসে ছোট-বড় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। অপূর্ণ সৈন্যবল সাজাংম্রাইন বিজিপি ক্যাম্পকে শতাধিক আরাকান আর্মিরা হামলা করলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভোর ৫টার দিকে অতিরিক্ত মিয়ানমার সেনা মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর রাতের দিকে সাজাংম্রাইন বিজিপি ক্যাম্প হামলার শিকার হয় ও ক্যাম্পের কয়েকটি স্থানে আগুনে পুড়তে দেখা গেছে বলে জানান।

আরাকান আর্মির মুখপাত্র খাইন-থুখাকে জানান, সাজাংম্রাইন বিজিপি ক্যাম্প নামধারী সন্ত্রাসী মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে আরাকান আর্মির হামলার ঘটনা নিশ্চিত করেন। এতে একটি রকেট লঞ্চারসহ ১৪টি অস্ত্র ও ব্যাপক গোলাবারুদ জব্দ এবং কিছু লোকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আটককৃত লোকজনের মধ্যে যাচাই-বাছাই করে নির্দোষ বা বেসামরিক প্রমাণিত হলে ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, কথিত ওই বিজিপি ক্যাম্প থেকে মিয়ানমার সেনাবাহিনীরা প্রতিদিন জনসাধারণকে অন্যায় অত্যাচার-নির্যাতন, হত্যা গুম করা হতো। যা এখনও এলাকার বেশকিছু লোক নিখোঁজ রয়েছে।
গত ২৪ মে পালেতওয়া শহরতলীতে আরাকান আর্মির একটা হাসপাতাল ইউনিটে মিয়ানমার সেনাবাহিনীরা হামলা করে এবং আটককৃত আহত চিকিৎসাধীন রোগীদের নৃশংসভাবে হত্যা করেছে। গত ২৯ মে সকাল ৭টা বাজে ১৪ মিনিটে মিনব্যা শহরের সেনফাপ্যো এলাকা হতে পূর্ব দক্ষিণ কোণ ১.৮ কিলোমিটার দুরত্বে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক অস্ত্র গোলাবারুদ জব্দ করেছে বলে খাইনথুখা বলেন।