সরকারি নির্দেশনা না মানায় মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Southeast Asia Journal

সরকারি নির্দেশনা না মানায় মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করায় খাগড়াছড়িতে মানিকছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে গত দু’দিনে চব্বিশটি মামলায় চার হাজার আটশত ৫০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট।

জানা গেছে, বৈশ্বিক মহামারী প্রাণঘাতী‘করোনা ভাইরাস’ সংক্রমণ রোধকল্পে সরকার দেশব্যাপি দুই মাসের লকডাউন শর্ত সাপেক্ষে শিথিল করেন। এতে জনপদে জনসমাগম অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় প্রশাসন মাঠে নেমেছে। গত দুই দিন ধরে মানিকছড়ি উপজেলার রাজবাজার ও তিনটহরী কাঁচা-বাজারে অপ্রত্যাশিত ভীড় লক্ষ্য করা যায়। যা স্বাস্থ্যবিধি’র লঙ্গন। ফলে উপজেলা প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে উঠে ।

গত ১লা জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ সাতটি মামলায় এক হাজার ৪শ টাকা জরিমানা ও ২ জুন আটটি মামলায় এক হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে সহকারি কমিশনার (ভূমি) রিফাত আসমা ২ জুন সকালে তিনটহরী ও মহামুনিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয়টি মামলায় এক হাজার ৮শত ৫০ টাকা জরিমানা আদায় করেন। বাজার ও জনসমাগমে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।