স্বাস্থ্যবিধি না মানায় রাঙামাটিতে ১৭জনকে জরিমানা - Southeast Asia Journal

স্বাস্থ্যবিধি না মানায় রাঙামাটিতে ১৭জনকে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা মোকাবেলায় সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মেনে রাঙ্গামাটি শহরে অযথা ঘুরে বেড়ানোর দায়ে ১৭জনকে জরিমানা করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট একেএম মামুনুর রশিদ।

২রা জুন মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাসভবণ থেকে শুরু করে রিজার্ভ বাজার, কাঠালতলী, বনরূপা ও জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে এসব জরিমানা করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট একেএম মামুনুর রশিদ নিজেই রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।
এসময় মুখে মাস্ক না পড়াতে ১৭জনকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, যারা সামাজিক দূরত্ব না মেনে মুখে মাস্ক পড়ে যেখানে-সেখানে ঘুরে বেড়ায় তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। করোনার এসময়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে আরো এই ধরনের অভিযান পরিচালনা করে হবে।