পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন ভাইস-চেয়ারম্যান নুরুল আলম - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন ভাইস-চেয়ারম্যান নুরুল আলম

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীকে নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। খুব শিগগির তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, নুরুল আলম ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন, ১০ম ব্যাচ) ক্যাডার সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি এনএসআই এর মাঠ কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসেবে কিছু সময় চাকরি করেন। প্রথমে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। এরপর তিনি চট্টগ্রাম, বান্দরবান ডিসি অফিসে একই পদে চাকরি করেন। বান্দরবান ডিসি অফিসে সিনিয়র অ্যাসিট্যান্ট কমিশনার, এনিডসি ও নির্বাহী অফিসার পদে দায়িত্বপালন করেন। তারপর তিনি মহেশখালী ও গোলাপগঞ্জের ইউএনও, চাঁদপুর ডিসি অফিসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের এডিসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম নাবিক কল্যাণ পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত ডিসির দায়িত্বও পালন করেন।