দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি দীঘিনালা জোনের আওতাধীন ছয় গ্রামে বসবাসরত ৪শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
সোমবার (২২ জুন) দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে জোন আওতাধীন বেতছড়ি পূর্বপাড়া, লক্ষ্মী চন্দ্র কার্বারী পাড়া, নৌকাছড়া, তারাবুনিয়া, সীমানাপাড়া এবং পাগুজ্যাছড়ি গ্রামের এসব পরিবারের হাতে ত্রাণ তুলে দীঘিনালায় জোনের ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব হোসেন। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, চিনি, সুজি, সেমাই, ডানো গুড়া দুধ, নুডলস এবং লবন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
জানা যায়, পাহাড়ি অঞ্চলগুলো অত্যন্ত দূর্গম হওয়ায় সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য এবং তারা প্রায়ই বঞ্চিত হয়ে আসছে। আর এই অসম্ভব কাজটিই সম্ভব করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী হাতে পেয়ে পাগুজ্যাছড়ি গ্রামের তুংগবী চাকমা (৬০) জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছি| কাজ না থাকায় অভাবে থাকতে হচ্ছে। সেনাবাহিনীর ত্রাণ সহায়তা পেয়ে খুব খুশি হলাম।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহযোগিতার অংশ হিসেবে করোনা সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দূর্গম এলাকার কর্মহীন অসহায় দারিদ্র্য মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
