খাগড়াছড়ির পানছড়িতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে মাছ ধরতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নদীতে প্রথমে নিখোঁজ ঐ ছাত্রকে ২১ঘন্টা পর মৃত পাওয়া গিয়েছে৷ নিখোঁজ তৎময় চাকমা (২১), অক্ষয় মেম্বার পাড়ার স্মৃতিময় চাকমা ও অনুজা চাকমা দম্পতির ছেলে। সে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে রাবারড্যাম এলাকায় বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। পানিতে ডুবে গেলে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি, পরে রাঙামাটি থেকে আগত ডুবুরি দলও তার খোঁজ পায়নি। ডুবুরি দল ও স্থানীয়রা, স্রোতের তোড়ে রাবারড্যাম এলাকা থেকে ভাটির দিকে ভেসে গিয়েছে ধারণা করলেও, অবশেষে দূর্ঘটনা স্থলেই ভেসে উঠে মরদেহ।
রাত সাড়ে ৮টার দিকে তৎময় চাকমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তার মামা নোন্টু চাকমা জানান, শনিবার রাতে সে শান্তিপুর রাবার ড্যাম এলাকায় বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। সে জাল দিয়ে মাছ ধরতে জানে না। বন্ধুদের সাথে থেকে মাছ ধরার এক পর্যায় সে ও এক বন্ধু নদীতে রাবার ড্যামের পিচ্ছিল পাকা মেঝেতে অসাবধানতাবশত আছাড় খায় এবং অনেকখানি দূরে ভেসে গিয়ে উঠে দাঁড়ায়৷ পরে বন্ধু বালু ছড়ার দিকের তীরে উঠে এবং অপর পাড় থেকে তৎময় লাইটের আলোয় আর চিৎকার দিয়ে বন্ধুর খবর নেয়। তৎময়কে বন্ধুরা তার তীরের দিকের উপর দিয়ে উঠে আসতে বললেও, সে বন্ধুর মতো বালু ছড়ার তীরের দিকে নদী সাঁতরিয়ে আসতে চায়। এরপরই দুর্ঘটনা ঘটে। রাতে ও দিনভর জেলেরা খোঁজ করলেও পাওয়া যায়নি। রাঙামাটি থেকে ডুবুরি দল এনেও সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। অবশেষে সাড়ে ৮টার দিকে মরদেহ ভেসে উঠে।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সালাউদ্দিন জানান, জায়গাটিতে কংক্রিটের বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব স্রোত ও পিচ্ছিল স্থান। আমরা স্থানীয়দের দেখিয়ে দেয়া ও সম্ভাব্য সব জায়গাতে আমরা খুঁজে দেখেছি কিন্তু পাইনি। তবে খোঁজখবর নেয়া অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন তিনি। পানছড়ি থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেছিলেন,‘ স্থানীয় মানুষজন ও ডুবুরি দল আশপাশের সম্ভাব্য সব জায়গাতে খোঁজ নিয়েও পায়নি।’ পরে রাতে ছেলেটির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
