করোনা সংকটেও রাঙামাটিতে এক উপজাতি মুমূর্ষ প্রসূতি নারীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিকতা - Southeast Asia Journal

করোনা সংকটেও রাঙামাটিতে এক উপজাতি মুমূর্ষ প্রসূতি নারীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিকতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

দেশে চলমান করোনা ভাইরাসের সংকটকালীন সময়েও রাঙামাটিতে এক মুমূর্ষ প্রসূতি নারী চিকিৎসার ব্যবস্থা করে আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী। গত ২৪ জুন বুধবার রাঙামাটির জুরাছড়িতে উপজাতি প্রসূতি নারী আল্পনা চাকমার চিকিৎসার ব্যবস্থা করে জুরাছড়ি জোন।

জানা যায়, বুধবার বিকেলে রাঙামাটির জুরাছড়ি উপজেলার শেকলাছড়ি এলাকার উপজাতি প্রসূতি নারী আলপনা চাকমার প্রসব বেদনা ও ব্লিডিং হতে হতে শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় উপায়ন্তর না দেখে তার পরিবারের লোকজন তাকে একটি পঙ্খী নৌকাতে করে বন্দুকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং আল্পনা চাকমা ও তার অনাগত সন্তানের জীবন বাঁচাতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানায়। এসময় বন্দুকছড়ি ক্যাম্পের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সায়েম রোগীকে দেখেন। রোগীর অবস্থা খারাপ দেখে রাঙামাটিতে রেফার করেন। এসময়ে তাৎক্ষনিক বন্দুকছড়ি ক্যাম্পের স্পিড বোটে করে আল্পনাকে রাঙামাটি শহরে নিয়ে যাওয়া হয়। রাঙামাটি রিজিয়নের সাথে যোগাযোগ করে সিএমএইচ থেকে এ্যাম্বুলেন্স এনে তাকে সেনাবাহিনীর সহায়তায় সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় আলপনা চাকমাকে আনা ও হাসপাতালে ভর্তি করানো সহ সকল কার্যক্রম সেনা সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সহিত করেন।

আলপনা চাকমার স্বামী শুনীল চাকমা সেনাবাহিনীর এই সহযোগীতা খুশী হয়ে বলেন, আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে আনতে না পারলে হয়তো আমার স্ত্রী মারা যেতো। তাই সেনাবাহিনীর এই সহযোগীতার কারণে আমার স্ত্রী এখন চিকিৎসা পাচ্ছে। শুনীল চাকমা বলেন আমার পরিবার সেনাবাহিনীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন।