রামগড়ে করোনা আক্রান্ত হয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু - Southeast Asia Journal

রামগড়ে করোনা আক্রান্ত হয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহাম্মদ (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি কিডনি ও হৃদরোগ সমস্যায় ভুগছিলেন।

মরহুমের ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার অসুস্থতা বেড়ে গেলে রাতেই তাকে ঢাকা নেয়া হয়। হাসপাতাল থেকে করোনা সেম্পল নেয়া হলে তা পজিটিভ আসে। ধীরে ধীরে তার অবস্থা অবনতির দিকে গেলে ধানমন্ডির পপুলার হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয় তাকে। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

রামগড়ের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ আশির দশকে রামগড় উপজেলা কমান্ডারের দায়িত্বে ছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।