বান্দরবানের রোয়াংছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি - Southeast Asia Journal

বান্দরবানের রোয়াংছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান, গুদাম এবং বসতবাড়িসহ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে ।

প্রাথমিক তথ্য অনুযায়ী এই অগ্নিকাণ্ডে ৭ টি গুদাম সহ ৭২ টি দোকান ও শতাধিক বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এসময় অন্তত ৩০টি বাঙ্গালী ও ৩০টি উপজাতি মালিকানাধীন দোকান সম্পূর্ন পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে মুহূর্তেই আগুন চারপাশ ছড়িয়ে পড়ে । পরে খবর পেয়ে স্থানীয়দের পাশপাশি রোয়াংছড়ি ও বান্দরবান সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে । সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মামুন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছি । কিভাবে আগুন লেগেছে সেটিও খতিয়ে দেখছি ।

You may have missed