মৌসুমী ফলের উপর অতিরিক্ত টোল আদায় ও রশিদ না দেয়ায় খাগড়াছড়ির রামগড়ে জেলা পরিষদ টোল ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা - Southeast Asia Journal

মৌসুমী ফলের উপর অতিরিক্ত টোল আদায় ও রশিদ না দেয়ায় খাগড়াছড়ির রামগড়ে জেলা পরিষদ টোল ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মৌসুমী ফল আম পরিবহণের সময় টোলের অতিরিক্ত অর্থ আদায় ও টোল আদায় করে রশিদ না দেয়ায় খাগড়াছড়ির রামগড়ে জেলা পরিষদ টোল ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড়স্থ সোনাইপুল জেলা টোল আদায় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত টোলের ঠিকাদার খাগড়াছড়ির মেসার্স বেগম অটো রাইস মিলকে এ জরিমানা করেছে।

জানা গেছে, পূর্বে পাওয়া অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদোরুদ্দোজা নিজে কৃষি পন্যবাহী গাড়িতে যাত্রী সেঁজে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে কৃষি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ আইনের ১৯৬৪ সনের ১২/২ এর ধারায় টোল আদায় কেন্দ্রের ঠিকাদার মেসার্স বেগম অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মাহবুব আলম, সোনাইপুল ফরেনার্স চেক পোষ্টের পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।