মহেশখালীতে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে র্যাবের ঈদ উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু থেকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরা ৪৩ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে মহেশখালীর কালমারছড়া ইউনিয়ন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় অন্যান্যদের মধ্যে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, কালমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফ, মাতারবাড়ির মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক আকরাম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, র্যাব-৭ এর উদ্যোগের ফলেই জলদস্যুরা এখন শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে পারছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করেন মহেশখালী ও কুতুবদিয়ার ৪৩ জলদস্যু।