মহেশখালীতে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ - Southeast Asia Journal

মহেশখালীতে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু থেকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরা ৪৩ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে মহেশখালীর কালমারছড়া ইউনিয়ন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় অন্যান্যদের মধ্যে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, কালমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফ, মাতারবাড়ির মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক আকরাম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, র‌্যাব-৭ এর উদ্যোগের ফলেই জলদস্যুরা এখন শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে পারছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করেন মহেশখালী ও কুতুবদিয়ার ৪৩ জলদস্যু।