টেকনাফে মেজর রাশেদ হত্যার প্রতিবাদ ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন - Southeast Asia Journal

টেকনাফে মেজর রাশেদ হত্যার প্রতিবাদ ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর (অবঃ) মেজর রাশেদ খান হত্যার প্রতিবাদে ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গত (৫ আগষ্ট) বুধবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির নেতা তারেক রহমান ও হানিফসহ ঢাকা মহানগর, ঢাকার বিভিন্ন কমিটির নেতারা।

মানববন্ধনে অনতিবিলম্বে মেজর সিনহার হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামি এসআই লিয়াকত এবং ওসি প্রদিপ কুমার সাহাকে দ্রুত গ্রেফতার করার দাবিও জানান বক্তারা।