মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়বিল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. কামাল পাশা (৪০) নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা।
গত বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়বিল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান। পরে বালু উত্তোলনকারী মো. কামাল পাশা’কে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা জানান, তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকায় অবৈধ বালু উত্তোলনকারী মো. কামাল পাশা’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি প্রদান করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
