খাগড়াছড়ির রামগড়ে অসহায়দের মাঝে ইউএনডিপির খাদ্য সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে কোভিড-১৯ এর কারণে চরমভাবে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ ১৫৯৬ টি পরিবারের পাশে খাদ্য ও বীজ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) প্রকল্পের আওতায় ইউএনডিপি দাতা সংস্থা ডানিডা ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১১আগষ্ট মঙ্গলবার উপজেলার পাতাছড়া ইউনিয়নে সলিডারিটি প্যাক বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ৫১০ টি ঝুঁকিপূর্ণ পরিবারের হাতে খাদ্য ও বীজ তুলে দেন। এর আগে গতকাল ১০ আগষ্ট সোমবার ১নং রামগড় ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ হরা হয় এবং আগামীকাল ১২ আগষ্ট বুধবার রামগড় পৌরসভায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়।
এসময় তিনি স্থানীয়দের প্রত্যেক ইঞ্চি অনাবাদি জমি চাষের অনুরোধ করেন এবং মাষ্ক ব্যবহার, স্বাস্থ্য বিধি পালন ও সামাজিক দুরুত্ব মেনে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজে এবং নিজের পরিবারের বাঁচানোর অনুরোধ জানান।
খাগড়াছড়ি জেলা পরিষদের মার্কেট ডেভেলপমেন্ট ফেসিলেটর মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, এডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজিব কান্তি রুদ্র, রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান (রিপন), ইউএনডিপি জেলা প্রতিনিধি উশিংমং চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
ইউএনডিপি সূত্রে জানা গেছে, রামগড় উপজেলার ১টি পৌরসভা ও ২ টি ইউনিয়নের ১৫৯৬ টি ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য ১০ প্রকারের দ্রব্যাদি বিতরণ করা হয় এবং বিতরণকৃত প্রতিটি প্যাকের মধ্যে রয়েছে, চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, আলু ৫ কেজি, সাবান ২ টি, সবজি বীজ ৭ প্যাকেট (করলা বীজ – ১০ গ্রাম, ঢ়েড়স বীজ ১০ গ্রাম, মিষ্টি কুমড়া বীজ ১০ গ্রাম, শসা বীজ ১০ গ্রাম, লাউ বীজ ১০ গ্রাম, পুঁইশাক বীজ ১০ গ্রাম, চালকুমড়া বীজ ১০ গ্রাম করে), মাস্ক ৪ পিস ও সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে করোনা বিষয়ক ১টি ও বন্যপ্রাণী ও বন সংরক্ষণ বিষয়ক ১টি করে পোস্টার।