মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবেক মহকুমা রামগড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন - Southeast Asia Journal

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবেক মহকুমা রামগড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর খাগড়াছড়ির রামগড় উপজেলায় নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। ১১ আগষ্ট মঙ্গলবার দুপুরে নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতী শরনার্থী প্রত্যাবাসন ও পুর্ণবাসন এবং অভ্যান্তরীন উদ্বাস্ত নিদ্দির্ষ্টকরণ ও পুর্ণবাসন সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যন ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সজিব কান্তি রুদ্র’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রামগড়ের অবদান ছিল অপরিসীম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অন্যান্য উপজেলার মতো রামগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন একি সাথে মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে ২০১৭ সালের ডিসেম্বর থেকে ভবন নির্মাণ শুরু করে ২০১৯ সালের অক্টোবর মাসে খাগড়াছড়ির ঠিকাদারী প্রতিষ্ঠান রিপ এন্টারপ্রাইজ কাজটি বুঝিয়ে দিলে আজ উদ্বোধন করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এই ভবনটি।