কক্সবাজারে টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

কক্সবাজারে টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ২ বিজিবির সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য পৌনে ১২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত ১৬ আগষ্ট দিবাগত রাতে বিপুল পরিমাণ ইয়াবার চালান লালদ্বিয়া অতিক্রম করে দমদমিয়া ও জাদীমুরা সীমান্ত এরিয়ায় ওমর খাল ব্রিজ হয়ে প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে উক্ত স্থানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। রাত ৮ টার দিকে পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ঝড়-বৃষ্টির বিরুপ আবহাওয়ার কারনে নাফ নদের কেওড়া বাগানে লুকিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এসময় তাদের ফেলে যাওয়া ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি সুত্র জানিয়েছে, পাচারকারীদের ধরতে উক্ত স্থানে অভিযান চলছে। তাদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাদক সমূহ ধ্বংস করা হবে।