রাঙামাটিতে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ
 
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে আজ সকালে রাঙামাটি মারী ষ্টেডিয়ামের হল রুমে চেক বিতরণ করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন বিকাশ দেওয়ান , সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে সরকার খেটে মানুষ, দিনমজুর, নিম্ন আয়ের মানুষসহ সবার খোঁজ খবর নিয়েছেন সরকারি উপহার সামগ্রী বিতরণ করেছেন। খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার মাধ্যমে এলাকার এবং দেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছেন, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরও খোঁজ খবর নিচ্ছে এবং সাধ্য অনুযায়ী সহায়তা দিচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থা সুত্র জানা গেছে, ৫২ জন খেলোয়াড়ের মধ্যে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়, এর মধ্যে জাতীয় ক্রীড়া সংস্থার ৭ হাজার টাকা করে ৪৫ জনকে ৩ লক্ষ ১৫ হাজার টাকা এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ১১জন নারী ক্রীড়াবিদকে ৫ হাজার টাকা করে দেয়া হয়।
