রামগড়ে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ২ বিপণন কর্মীকে অপহরণ - Southeast Asia Journal

রামগড়ে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক ২ বিপণন কর্মীকে অপহরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী-রামগড় সড়কের যৌথ খামার এলাকায় রবিবার (২৩ আগষ্ট) বেলা ১টার সময় গাড়ি থামিয়ে একটি কোম্পানীর মার্কেটিং ম্যানেজার ও মিস্ত্রিসহ দুই জনকে অপহরণ করার অভিযোগ উঠেছে ইউপিডিএফ (প্রসীত)’র সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, ফেনী হতে খাগড়াছড়ি গামী জুয়েল ট্রেডার্স এর প্লাষ্টিক মালামাল নিয়ে (ফেনী-ন-১১-১৪১) একটি পিকআপ গাড়ি রামগড়ের যৌথখামার নামক স্থানে পৌঁছালে ইউপিডিএফ (প্রসীত)’র পিলাক ঘাট সাব পোস্ট কমান্ডার জিএম চাকমার নেতৃত্বে ৩-৪ জনের একটি সশস্ত্র দল গাড়ির গতিরোধ রোধ করে গাড়িতে থাকা মার্কেটিং ম্যানেজার মোঃ মনজুরুল আলম (৩৫) ও মিস্ত্রি রাজু মিয়া (২৭)কে অপহরণ করে বৌদ্ধ পাড়ার দিকে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা গাড়ীটির চাবিও নিয়ে যায়।

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। ঘটনার বিবরণ মতে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী তৎপরতা শুরু করেছে।