জুরাছড়ির বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য আবাসিক হোষ্টেল উদ্বোধন
 
নিউজ ডেস্ক
পাহাড়ের উন্নয়নে কোন প্রকার বাঁধা না দিয়ে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে আঞ্চলিক রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। গত ২২ আগষ্ট শনিবার রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হোষ্টেল উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুরাছড়ি উপজেলায় সকল জনপ্রতিনিধি আঞ্চলিক দল জনসংহতি সমিতির। তারা যদি চায় তাহলে জুরাছড়ির উন্নয়নের মাত্রা আরো অনেক বেড়ে যাবে। তাহলে উন্নয়ন না করে, উন্নয়ন কাজে বাঁধা আসবে কেন। তিনি সকলকে মিলে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতার আহবান জানান।
তিনি আরো বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের গরীব, অনাথ ও অসহায় ৫০ জন ছাত্রের খাবারের ব্যবস্থা, পরবর্তী অর্থবছরে ছাত্রাবাসের দ্বিতল ভবন নির্মাণ, একটি গভীর নলকূপ স্থাপন এবং আসবাবপত্র প্রদান করার ঘোষণা দেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই উন্নয়ন কাজের বাস্তবায়ন করেন। পরে বিদ্যালয় চত্বরে মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা রোপন করেন।
শনিবার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া বাজার এলাকায় রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আবাসিক হোষ্টেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাই, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রকৌশলী রোজকিং, রাঙ্গামাটি সনাতন সম্প্রদায়ের নেতা শ্যামল মিত্র সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
