খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চুক্তি (শান্তিচুক্তি) পূর্নবাস্তবায়ন এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সামাজিক জনসচেতনতা, মাস্ক বিতরণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে খাগড়াছড়ি আলোচনা ও মতবিনিময় সভা করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। গত ২২ আগষ্ট শনিবার খাগড়াছড়ি জেলা শহরের মধুপুরস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য আলোকময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সভাপতি জালোয়া চাকমা ওরফে শ্যামল চাকমা তরু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমাসহ পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পানছড়ি উপজেলাধীন হারুবিল, লালমোহন পাড়া, তারাবন মধুরঞ্জন পাড়া, দূর্গামনি পাড়া, ঘিলাতলী পাড়া, অঙ্গদা কার্বারী পাড়া, বিজয় কার্বারী পাড়া, স্নেহকুমার পাড়া, বুদ্ধরাম পাড়া, রত্নসেন পাড়া, বাত্যা পাড়া, বৈদ্যপাড়ার জনপ্রতিনিধি, কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আয়োজিত সভায় নেতৃবৃন্দ শান্তিচুক্তি পূর্নবাস্তবায়ন ছাড়া জুম্মজাতির ভাগ্য পরিবর্তন ও জুম্মজাতির অস্তিত্ব রক্ষা করা অসম্ভব বলে দাবি করেন। ১৯৯৭ ইং ২রা ডিসেম্বর সম্পাদিত চুক্তিকে ইউপিডিএফ (প্রসীত) কালো চুক্তি আখ্যা দিয়ে জনগণকে ভুল বুঝিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সকল বাঁধা অতিক্রম করে জুম্মজাতির অস্তিত্ব সুরক্ষায় সকলকে এক হয়ে ঐক্য গড়ে তুলে শান্তিচুক্তি পূর্নবাস্তবায়নে সরকারের সাথে একাত্নতা প্রকাশ করার অনুরোধ জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্নবাস্তবায়ন করে জুম্মজাতির অস্বিত্ব সুরক্ষার স্বার্থে সরকারের সাথে একাত্নতা প্রকাশ করে ব্যক্তিগত উদ্যোগে কাজ করার মতপ্রকাশ করেন বিভিন্ন গ্রাম থেকে আগত কার্বারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা।