রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গত বুধবার (২৬ আগষ্ট) এই আদেশপত্র এসে পৌঁছায়।
নাছিরের সাময়িক বরখাস্ত আদেশে বলা হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় তিন বছরের সাজার একটি আদেশ হয়েছে, সে কারণে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছেন। জানা গেছে, বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগও রয়েছে।
সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের বিরুদ্ধে যেসব মামলা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে, তা তদন্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছেন। একাধিক সূত্রের দাবি, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতির পদ-পদবি ব্যবহার করে এলাকায় মোঃ নাছির উদ্দিন জমি দখল, টেন্ডারবাজি, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত রয়েছেন। এসব করেই বর্তমানে তিনি কোটিপতি- এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বরখাস্তের ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির বলেন, ‘আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি এটা কিছু লোকের সহ্য হচ্ছে না। তাই শত্রু পক্ষ আমার পিছু লেগেছে। আর বন বিভাগের মামলায় আমার তিন বছরের সাজা হয়েছিল। ওইসব সূত্র ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে সাময়িক বরখাস্ত করেছে এবং উচ্চতর তদন্তের জন্য বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
