গুইমারায় উপজাতি বখাটে যুবক কর্তৃক স্বজাতি কিশোরীকে ধর্ষণ চেষ্টা, মামলা করলে হত্যার হুমকি - Southeast Asia Journal

গুইমারায় উপজাতি বখাটে যুবক কর্তৃক স্বজাতি কিশোরীকে ধর্ষণ চেষ্টা, মামলা করলে হত্যার হুমকি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় প্রমন্দ্র ত্রিপুরা (২৮) নামের স্থানীয় এক বখাটে যুবকের বিরুদ্ধে একই সম্প্রদায়ের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এমনকি এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করলে উক্ত কিশোরীকে হত্যার হুমকিও দিয়েছে ঐ যুবক। অভিযুক্ত প্রমন্দ্র ত্রিপুরা সিন্দুকছড়ি ইউনিয়নের ফেরকুমার কার্বারি পাড়ার হেরেন কুমার ত্রিপুরার পুত্র বলে জানা যায়।

সূত্র মতে, উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ফেরকুমার কার্বারি পাড়ার কহমনি ত্রিপুরার ছেলে প্রীতম্বর ত্রিপুরার বাড়িতে বেড়াতে আসা তার শালিকা ৭ম শ্রেণীর ছাত্রী রমিতা ত্রিপুরা (১৩) গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কাপড় সেলাই করতে পাশ্বস্থ তৈকর্মা এলাকায় এক দর্জির দোকানে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ের ঢালুতে একা পেয়ে অভিযুক্ত যুবক তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে ভয় পেয়ে অভিযুক্ত বখাটে প্রমন্দ্র ত্রিপুরা সেখান থেকে পালিয়ে যায়।

এর পর রমিতা ত্রিপুরা বাড়িতে গিয়ে তার বোনের জামাই প্রীতম্বর ত্রিপুরাকে ঘটনাটি জানালে তারা থানায় মামলা করার প্রস্তুতি নেয়। এদিকে মামলার বিষয়টি টের পেয়ে বখাটে প্রমন্দ্র ত্রিপুরা রাত আনুমানিক ১১টার দিকে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রীতম্বর ত্রিপুরার বাড়িতে গিয়ে ঘটনায় মামলা বা কাউকে বিচার দিলে হত্যার হুমকি দিয়ে আসে। তাৎক্ষনিক প্রীতম্বর ত্রিপুরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য অঙ্গজয় মারমাকে অবহিত করেন বলে জানা যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।