দীর্ঘ ১৪ বছর পর খাগড়াছড়ির জিরোমাইল জামে মসজিদে পুনরায় জুমার নামাজ চালু
![]()
নিউজ ডেস্ক
এক উপজাতি পরিবারের স্বপরিবারে মুসলিম হওয়ার পর আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক উক্ত পরিবারের লোকজনকে মারধর ও তৎকালীন পরিস্থিতি বিবেচনায়ন বন্ধ হওয়ার দীর্ঘ ১৪ বছর পর পুনরায় জুমার নামাজ চালু হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির জিরো মাইলস্থ জামে মসজিদটিতে। ১১ সেপ্টেম্বর শুক্রবার ১৪ বছর পর জুমার নামাজ চালু হয় মসজিদটিতে।
জানা যায়, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রাক্কালে খাগড়াছড়ির জিরোমাইল এলাকায় পরিবার প্রধান রমজান আলীর সাথে পুরো একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। এর প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে উঠে আঞ্চলিক উপজাতি সশস্ত্র একটি সংগঠনের সন্ত্রাসীরা। এরপর জিরো মাইল এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজনের আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সেখানে একটি মসজিদ নির্মান করে দেওয়া হয়, সেখানে মুসলিমদের প্রার্থনার কার্যক্রম ঠিকঠাক ভাবে চললেও ২০০৬ সালে আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা নওমুসলিম রমজান আলীকে মসজিদ সম্মুখে ব্যাপক মারধর করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় জিরোমাইল জামে মসজিদে জুমা নামাজের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, জিরোমাইল মসজিদের নতুন পরিচালনা কমিটির সভাপতি এসএম ইউসুফ ও সাধারন সম্পাদক মো নজরুল ইসলামের হাত ধরে পূর্নাঙ্গ মসজিদ কমিটি গঠন করে বঙ্গবন্ধু স্কোয়ার জিরোমাইল জামে মসজিদ নতুন নামকরন ও আনুষ্ঠানিকভাবে জুমার নামাজের মাধ্যমে পুনরায় চালু হয়। এসময় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রশিদসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।