বাংলাদেশের বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার আশ্বাস ভারতের
 
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের বিচারিক আদালত ও উচ্চ আদালতের বিচারক এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা ও প্রশিক্ষণের বিষয়ে আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এবিষয়ে ভারতীয় হাইকমিশনার সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের। গত ২৭ অক্টোবর মঙ্গলবার গুলশানের সরকারি বাসভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক দিনই এ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে, এ বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। আমরা আরো যা নিয়ে আলাপ করেছি, তা হলো ভারত ও বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। সেজন্য উভয় দেশের বিচারিক আদালত ও উচ্চ আদালতের বিচারক এবং বিচারপতি ও আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা ও প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।
তিনি বলেন, আমাদের উভয় দেশের বিচারিক পদ্ধতি প্রায় এক। ফলে আমরা একে অন্যের থেকে শিখতে ও কাজ করতে পারব। কারণ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।
