রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, খাগড়াছড়ি ৪০ পর্যটক আহত
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় শহরের কাঁঠালতলী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশাররফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশাররফ রিজার্ভ বাজারের বাসিন্দা। প্রায় একই সময়ে কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হয়েছেন। রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শহরের দুর্ঘটনায় মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে, পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত ৪০ জন পর্যটক আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের আলুটিলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদেরকে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, বাসে থাকা অন্তত: ৪০ জন পর্যটক গুরুতর আহত হয়। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্দার করে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
