ভারতে সরকারবিরোধী মন্তব্য করায় ২৫০ টুইটার অ্যাকাউন্ট বন্ধ - Southeast Asia Journal

ভারতে সরকারবিরোধী মন্তব্য করায় ২৫০ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারবিরোধী মন্তব্য ও উসকানিমূলক অভিযোগ করায় ভারতের প্রায় ২৫০ জন কৃষকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এ ছাড়া অল্প সময়ের জন্য বন্ধ করা হয়েছিল সিপিআই (এম) নেতা মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্টও। গত সোমবার (১ জানুয়ারি) দুপুর থেকে আচমকাই টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে ‘হ্যাশটাগ মোদি প্ল্যানিং ফারমার্স জেনোসাইড। সরকারের বিরুদ্ধে এই অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে আন্দোলনকারীদের অ্যাকাউন্ট বাতিল করা হয়।

এ বিষয়ে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত এমন ২৫০টি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। তার মধ্যে রয়েছে কিষান একতা মোর্চা, মানিক গয়াল, ট্র্যাক্টর টু টুইটার, জাট জংশন ইত্যাদি।

তাদের বিরুদ্ধে অভিযোগ, এসব অ্যাকাউন্ট থেকে কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার লেখালেখি চলছিল। টুইটারকে কেন্দ্র করে আইনি নোটিশ পাঠানোর পরই এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।