সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দায়িত্বপালন করতে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বক্তব্য রাখেন। মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা, গুম ও খুনের শিকার হচ্ছেন। বরাবরের মতো প্রতিটি ঘটনায় ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা আসলেও রাষ্ট্র এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনছে না। এতে করে সাংবাদিকতা পেশা দিনে দিনে হুমকির মুখে পড়ছে।
এছাড়া, সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা ও ইন্ডিপেনডেন্ট টিভির শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হত্যাকারী ও হামলাকারীদের বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটির কর্মরত সাংবাদিকরা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব। এসময় সাংবাদিক নেতারা অভিযোগ করেন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের আওতায় না আনায় বার-বার এসব ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দাবী জানান সাংবাদিক নেতারা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সম্পাদক শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, সদস্য উছিংছা রাখাইন কায়েস, আলোকিত রাঙামাটির সাম্পাদক জাভেদ নুর, রাঙামাটি প্রতিবন্ধি স্কুলের পরিচালক নুরুল আবছার প্রমুখ।