রাঙামাটিতে উপজেলা পরিষদের ভেতরে জনপ্রতিনিধিকে গুলি করে হত্যা, অভিযোগের তীর জেএসএস (সন্তু)’র দিকে - Southeast Asia Journal

রাঙামাটিতে উপজেলা পরিষদের ভেতরে জনপ্রতিনিধিকে গুলি করে হত্যা, অভিযোগের তীর জেএসএস (সন্তু)’র দিকে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সমর বিজয় চাকমা (৪০) নামের এক জনপ্রতিনিধিকে অতির্কিত গুলি চালিয়ে হত্যা করেছে উপজাতি আঞ্চলিক সশস্ত্র দলের সন্ত্রাসীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পোনে একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সমর বিজয় চাকমা বাঘাইছড়ি উপজেলার রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। রুপকারী ইউনিয়নের মগবানে তাঁর বাড়ি হলেও নিরাপত্তাজনীত কারণে তিনি বাবুপাড়াতে অবস্থান করতেন।

জানা গেছে, বুধবার উপজেলার ৩৪ নং রূপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার সমর বিজয় চাকমা প্রকল্পের চেক নিতে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা(পিআইও) নুরুন্নবী সরকারের রুমে চেয়ারে বসা অবস্থায় দুই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসী তার কক্ষে প্রবেশ করে সমর বিজয় চাকমার দিকে পিস্তল ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই বিজিবি, বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমর চাকমা হত্যাকান্ডে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে সন্ত্রাসীদের গডফাদার সন্তু লারমাসহ বড়ঋষি চাকমা, কাকলি চাকমা ও ঘটনার সাথে জড়িত মনিময় চাকমাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস’র বাঘাইছড়ি থানা শাখা। একইসাথে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসনের নাকের দগায় এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক বলেও দাবী করেছেন বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা।

এছাড়া, সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির দীঘিনালা থানা কমিটির নেতারা। বিকালে উপজেলার লারমা স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দীঘিনালা থানা বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দীঘিনালা থানা যুব সমিতির সভাপতি সোনামণি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসএস (এমএন লারমা)’র দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র সভাপতি মৃণাল চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সমন্বয়ক শুভরণ চাকমা।