মিয়ানমারে ৭ বিক্ষোভকারী নিহত, নিরাপত্তা পরিষদে সহিংসতার নিন্দা
 
নিউজ ডেস্ক
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে বিক্ষোভে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া, বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করারও আহবান জানানো হয়েছে। বিক্ষোভে সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ চলছে একমাসের বেশি সময় ধরে। এর মধ্যে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে প্রাণ গেছে অর্ধশতাধিক বিক্ষোভকারীর।
নিন্দা জানাতে দুইবার ব্যর্থ হওয়ার পর অবশেষে বুধবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিতে সক্ষম হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এ বিষয়ে একমত হয়েছে চীনসহ ১৫ সদস্য রাষ্ট্র। খসড়াতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং অন্যান্য আটক নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
তবে চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির অংশটি বিবৃতিতে যোগ করা যায়নি।
এদিকে অ্যামনেস্টির অভিযোগ, মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করছে সেনাবাহিনী। বিক্ষোভের প্রায় ৫০টি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এই অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টি বলছে, বিক্ষোভকারীদের ওপর যে কৌশলগত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তার ভিজ্যুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে।
এছাড়া, মিয়ানমারে বিক্ষোভকারীদের ধরপাকড় অব্যাহত থাকায় দেশটির ওপর চাপ বাড়াতে দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেইসাথে তাদের নিয়ন্ত্রণাধীন ছয় প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাজ্যও নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে টুইট করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
