বাঘের হাড় পাচারকালে বিমানবন্দরে চীনা নাগরিক গ্রেফতার
নিউজ ডেস্ক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাঘের হাড়সহ একজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১১ মার্চ) এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুধবার (১০ মার্চ) রাতে চীনা নাগরিক শু শাংজিংর কাছ থেকে চারটি বাঘের হাড় জব্দ করা হয়। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’
আলমগীর হোসেন বলেন, ‘বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে বুধবার রাত ১১টার দিকে একজন চীনা নাগরিককে সন্দেহ হলে আটক করে বিমানবন্দর এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে টি-ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে ভেতরে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় বাঘের হাড়গুলো জব্দ করা হয়। এছাড়াও তার কাছ থেকে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ভারতের মুদ্রা উদ্ধার করা হয়।’
হাড়গুলো সম্প্রতি হত্যা করা কোনো বাঘের জানিয়ে তিনি আরও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য এসব হাড় পাচার করে চীনের গুয়াঞ্জু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল।’
জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া ওই চীনা নাগরিক তেমন ইংরেজি জানেন না। একটি অ্যাপসের মাধ্যমে কথা বলে জানা যায়, মুনসুর নামের একজন বাংলাদেশি নাগরিক তাকে এসব বাঘের হাড় দিয়েছেন।’