দেশে গত দুই মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত - Southeast Asia Journal

দেশে গত দুই মাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

১৫ মার্চ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ১ হাজার ১৫৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জনের। শনাক্তের সংখ্যা পর্যালোচনা করে দেখা যাচ্ছে গত দুই মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত।

শনাক্তের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা সংক্রমণের চলতি বছরের ৭ জানুয়ারির পর এটাই সর্বোচ্চ মাত্রায় শনাক্তের হার।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫৭১ জন। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ৯.৪৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ।