বান্দরবানের মারমা কিশোরীকে ধর্ষণের পর শুকর দান করে দায় মুক্তির চেষ্টা, অভিযুক্ত আটক - Southeast Asia Journal

বান্দরবানের মারমা কিশোরীকে ধর্ষণের পর শুকর দান করে দায় মুক্তির চেষ্টা, অভিযুক্ত আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম, হ্লাথুই প্রু খিয়াং (৫৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবীরে নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ক্যপ্লাং পাড়ায় অভিযান চালিয়ে হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে।

ভিকটিমের মামা সাজাইহ্লা খিয়াং ও স্থানীয়রা বলেন, চলতি মাসের ১ তারিখে হাট বাজার দিন হওয়ায় ভিকটিমের মা বাজার করতে রোয়াংছড়িতে গেলে ধর্ষণের এই ঘটনা ঘটে। ঘটনার পর ধর্ষণের ঘটনা জানা জানি হলে পাড়ার সামাজিক নিয়ম অনুযায়ি শুকর দিয়ে ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দিতে জরিমানা ও নামে মাত্র মিমাংসা করে দিয়ে অপরাধীকে ছেড়ে দেয়া হয়।

আরো জানা গেছে, ভিকটিম প্রায় ১৫ দিন পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসায় ভাল না হওয়ায় গত ১৬ তারিখে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ভিকটিম কিশোরী মেয়েটি বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ কবীর বলেন, ধর্ষণের অভিযুক্ত হ্লাথুই প্রু খিয়াংকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।