রাঙামাটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ - Southeast Asia Journal

রাঙামাটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি শহরের কাঠালতলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ১৯ মার্চ শুক্রবার সকালে সংগঠনটির আয়োজনে কাঠালতলী গোডাউনের সম্মুখে এই উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্থানীয় কাউন্সিলর জামাল উদ্দিন।

এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য হাবিব আজম, মুন্না তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক নাজিম আল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের ২২ জন শিক্ষার্থীদের মাঝে বই গাইড সেট, খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স বিতরন করার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের পরীক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।