দেশে অনুমোদন পেলো রাশিয়ার টিকা স্পুটনিক-ভি - Southeast Asia Journal

দেশে অনুমোদন পেলো রাশিয়ার টিকা স্পুটনিক-ভি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে রাশিয়ার এই টিকা দেশে আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকল না।

স্পুতনিক-ফাইভ টিকা ৫০টির বেশি দেশে ব্যবহার করা হচ্ছে। তবে টিকাটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ কারণে এই টিকা ব্যবহারে বিশেষ অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশ দুটি টিকা ব্যবহারের অনুমোদন পেলো।

এর আগে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। এরপর ৭ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ মানুষ। কিন্তু ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার নতুন চালান না আসায় প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে রাশিয়ার টিকা স্পুতনিক-ফাইভের অনুমোদন দিলো ঔষধ প্রশাসন অধিদপ্তর।

স্পুতনিক-ভি টিকার কার্যকারিতা ৯১ ভাগের বেশি। এখন পর্যন্ত এই টিকা নিয়ে নেতিবাচক কোনো খবরও আসেনি।