গণপরিবহন বন্ধ রেখেই প্রজ্ঞাপন জারি, দোকানপাট-শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা - Southeast Asia Journal

গণপরিবহন বন্ধ রেখেই প্রজ্ঞাপন জারি, দোকানপাট-শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে, ভারত থেকে দেশে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বুধবার দুপুরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এসময়ও রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া আগের মতোই অন্যান্য বিধিনিষেধগুলো বলবৎ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে সরকার প্রথমে চলতি মাসের ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরবর্তিতে তা আরও দুদিন বাড়ানো হয়।

কিন্তু, পরিস্থিতি উন্নতি না হওয়ায় গত ১৪-২১ এপ্রিল পর্যন্ত আবারো কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।