টেকনাফে পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক ১
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্ব একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার বাসষ্টেশন রাজমহলের সামনে খায়ুকখালী পাড়া এলাকা থেকে পুরাতন পল্লান পাড়ার কামাল হোসেনর ছেলে রবিউল ইসলামকে (২৫) ৫শ পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
