পাহাড়ে ২য় দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২৯৩১ পরিবার - Southeast Asia Journal

পাহাড়ে ২য় দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২৯৩১ পরিবার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ জুন) সকালে তিন পার্বত্য জেলা প্রশাসকগণ স্ব স্ব জেলায় এসব সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে পাহাড়ে ২য় দফায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২৯৩১ টি পরিবার।

খাগড়াছড়ি:
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সার্কিট হাউস মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ২০ জুন উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে।

জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার জন্য ৩ হাজার ৫৮৯ পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮ ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার ১ হাজার ৯৬৩ ঘর হস্তান্তর করা হবে।

রাঙামাটি:
শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জানান, সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ১০ উপজেলায় ১ম পর্যায়ে ২৬৮ টি গৃহ নির্মান সমপন্ন করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। এইবার আগামী ২০ জুন ২ য় পর্যায়ে নির্মিত ঘর ১০ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৬টি,কাপ্তাই উপজেলায় ৩৫ টি,রাজস্থলিতে ১৭৭ টি,বাঘাইছড়িতে ৪৫টি, লংগদুতে ৯১ টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরিতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি, এবং কাউখালীতে ৬৯টি সহ সর্বমোট ৬২৩ টি গৃহের নিমার্ণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে ।

প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা শেষে রাঙামাটি জেলায় সরকারী চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ও দূর্ঘটনায় আহত কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারী অনুদানের চেক প্রদান করা হয়।

বান্দরবান:
বান্দরবানে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩৩৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় জেলা প্রশাসক জানান,মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্র্যায়ে ৩শত ৩৯টি ঘর প্রদান করা হয়েছে এবং ২য় পর্যায়ে আগামী ২০জুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বান্দরবানে ঘর পাবে আরো ৩৩৫জন।

জেলা প্রশাসক আরো জানান,১ম পর্র্যায়ে বান্দরবান সদরে ৪টি,লামা উপজেলায় ১০০টি,আলীকদম উপজেলায় ৫০টি,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি,রুমা উপজেলায় ৬০টি,রোয়াংছড়ি উপজেলায় ২০টি,থানচি উপজেলায় ৩৪টি (সর্বমোট ৩৩৯টি) ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

আগামী ২০জুন ২য় পর্যায়ে বান্দরবানের লামা উপজেলায় ৯০টি ,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৫টি,রুমা উপজেলায় ১০০টি,রোয়াংছড়ি উপজেলায় ১২০টি (সর্বমোট ৩৩৫টি) ঘরের চাবি আনুষ্টানিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের প্রদান করা হবে।

প্রেস বিফ্রিং এ জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।