বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য হাবিবুর হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন - Southeast Asia Journal

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য হাবিবুর হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২রা ফেব্রুয়ারি বান্দরবান পার্বত্য জেলার রুমায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করা হয়েছিল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কিন্তু পার্বত্য চুক্তির দীর্ঘ বছর অতিবাহিত হলেও জেএসএস তথা সন্তু লারমা এখনো তাদের অবৈধ অস্ত্রের মাধ্যমে চুক্তি বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের এই অবৈধ অস্ত্র ব্যবহারের ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছেনা।

তিনি আরো বলেন, সন্তু লারমা যেহেতু চুক্তির মূল ধারা ভঙ্গ করে পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের কার্যক্রম পরিচালনা করছেন সেহেতু পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যহীন প্রমানিত হয়েছে, সুতারাং এই চুক্তি বাতিল করা সময়ের সবচেয়ে বড় দাবি।

এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি ইঞ্জি: শাহাদাৎ ফরাজী সাকিবের সভাপতিত্বে উক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, শেখ আহমদ রাজু, সহ-সভাপতি আব্দুল হামিদ খান রানা, ভাষানী ন্যাপের সভাপতি এম এ ভাষানী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাহাড়ী শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি মিনহাজ ত্বকি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-আইন বিষয়ক সম্পাদক সাইফুল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল মাহমুদ, ঢাকা মহানগর ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।