র‍্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ - Southeast Asia Journal

র‍্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব) দায়িত্ব পালনের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ পাচ্ছেন বাহিনীর সদস্যরা। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ইনসিগনিয়া অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৯ মার্চ) অনুষ্ঠেয় বাহিনীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে ইউনিফর্মে এ ব্যাজ পরার অনুমতি পাবেন বাহিনীর সব স্তরের সদস্যরা।

গত রোববার (২৭ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের সব সদস্যের জন্য এ ইনসিগনিয়া অনন্য সম্মান ও গৌরবের প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান ও ভবিষ্যতে যারা র‍্যাবে কাজ করবেন সবাই ইনসিগনিয়া পরবেন। র‍্যাব থেকে মাতৃবাহিনীতে ফিরে গেলেও স্ব স্ব ড্রেস রুল অনুযায়ী পরিধান করবেন।

আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। এখানে বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এই সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ইনসিগনিয়া অনুমোদিত হয়েছে। এটি র‌্যাবের প্রতিটি সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে পরতে পারবেন।

ইনসিগনিয়ায় ব্যবহৃত বিভিন্ন চিহ্নের অর্থ
ব্যাজে সবার ওপরে মাঝখানে জাতীয় প্রতীক শাপলা যা জনপ্রশাসনকে ধারণ করে। এর দুই পাশে আটটি তারকা চিহ্ন র‌্যাব ফোর্সেসে কর্মরত বিভিন্ন বাহিনী ও সংস্থার পরিচায়ক।

ওপরের দিকে মাঝামাঝি অস্ত্রের চিহ্ন জনগণের সুরক্ষা সেবা এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের দায়বদ্ধতার পরিচায়ক। এর নিচে দু’পাশের চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে জলে, স্থলে ও অন্তরীক্ষে সর্বত্র বিরাজমান র‌্যাবের আভিযানিক সক্ষমতা।

তার নিচে মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে নির্ভীক ও সুদৃঢ় অঙ্গীকারের পরিচায়ক। সবশেষে নিচে নৌকা আকৃতির চিহ্নে বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক।