জলকেলিতে শেষ হলো রাঙ্গামাটির বৈসাবি উৎসব - Southeast Asia Journal

জলকেলিতে শেষ হলো রাঙ্গামাটির বৈসাবি উৎসব

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মারমা জনগোষ্ঠীর জলকেলির মাধ্যমে রাঙ্গামাটিতে শেষ হয়েছে বৈসাবি উৎসব। পুরোনো বছরের দুঃখ, কষ্ট ও বেদনাকে ভুলে গিয়ে একে অন্যকে পানি ছিটিয়ে শুদ্ধ করে নিলেন মারমা তরুণ-তরুণীরা।

শনিবার (১৬ এপ্রিল) সকালে রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ জলকেলি উৎসবে মেতে ওঠেন তারা। মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির এর আয়োজন করে।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসসের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

সভা শেষে অতিথিরা ঘণ্টা বাজিয়ে জলকেলি উদ্বোধন করেন। এরপর একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন তরুণ-তরুণীরা। জলকেলি অনুষ্ঠানের পর মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন হয়।