কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে ইলেক্ট্রিক শক খেয়ে প্রাণ গেল যুবকের - Southeast Asia Journal

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে ইলেক্ট্রিক শক খেয়ে প্রাণ গেল যুবকের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্শা দিয়ে মাছ ধরতে গিয়ে ইলেক্ট্রিক তারের সঙ্গে শক খেয়ে হ্রদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকার পাশে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহজাহান (৪০)। রাত সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাবলিক হেলথ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. হারুন জানায়, মাস ছয়েক আগে ঢাকা থেকে শাহজাহান স্ত্রীসহ রাঙ্গামাটি পাবলিক হেলথ এলাকার জাহিদের বাড়িতে বাসা ভাড়া নেয়। শাহজাহান পাবলিক হেলথ এলাকায় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। আর তার স্ত্রী পারুল লেকসাইট হসপিটালে আয়ার কাজ করতেন।

রাতে প্রায়ই শাহজাহান বর্শা দিয়ে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতেন। শুক্রবার রাতেও বর্শা দিয়ে মাছ ধরতে হ্রদে নামেন। খুঁটি থেকে ইলেক্ট্রিক তার ঝুলে থাকায় সে তারে লেগে হ্রদে পড়ে যায়। ঘটনার পর এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ হ্রদ থেকে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।